Noahkhali

নোয়াখালী

নোয়াখালী জেলা প্রচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল সুধারাম। ইতিহাসবিদদের মতে, একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভঅবে প্লাবিত হয়ে ফসলি জমির ব্যপক ক্ষয়ক্ষতি করে।এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানি প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্ঝ, সোইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল খালকে নোয়াখালীর ভাষায় ‘নোয়া (নুতুন) খাল’ বলা হত এর ফলে ‘ভুলুয়া’ নামটি পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে নোয়াখালী নামে পরিচিতি লাভ করে।

 

বিখ্যাত খাবার:

নারকেল নাড়ু

ম্যাড়া পিঠা

খোলাজা পিঠা

 

বিখ্যাত স্থান:

নিঝুম দ্বীপ

শহীদ ভুলু স্টেডিয়াম

বজরা শাহী মসজিদ

গান্ধি আশ্রম

ম্যানগ্রোভ বনাঞ্চল, চর জব্বর

নোয়াখালী জেলা জামে মসজিদ, মাইজদী

নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার, মাইজদী

মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি, মাইজদী

বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সোনাইমুড়ী

মহাত্মা গান্ধী জাদুঘর