Khulna

খুলনা

হযরত পীর খানজাহান আলীর (র.) স্মৃতি বিজড়িত ও ভৈরব-রূপসা বিধৌত পৌর শহর খুলনার ইতিহাস নানাভাবে ঐতিহ্য মন্ডিত। খুলনা নামকরণের উৎপত্তি সম্বন্ধে নানান মত রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হলো : মৌজা ‘কিসমত খুলনা’ খুলনা খুলনা; ধনপতি সাওদাগরের দ্বিতীয় স্ত্রী খুল্লনার নামে নির্মিত ‘খুল্লনেশ্বরী কালী মন্দির’ থেকে খুলনা; ১৭৬৬ সালে ‘ফলমাউথ’ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত Culnea শব্দ থেকে খুলনা। ইংরেজ আমলের মানচিত্রে লিখিত Jessore-Culna শব্দ থেকে খুলনা,- কোনটি সত্য তা গবেষকরা নির্ধারণ করবেন।

 

বিখ্যাত খাবার:

সন্দেশ

নারিকেল

গলদা চিংড়ি

 

বিখ্যাত স্থান:

পৃথিবীর বৃহত্তম উপকূলীয় বনভূমি সুন্দরবন

ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট

খান জাহান আলি (র) মাজার, বাগেরহাট

খুলনা বিভাগীয় জাদুঘর

বনবিলাস চিড়িয়াখানা

রূপসা নদী

বিশ্বকবি রবিন্দ্রনাথের শ্বশুরবাড়ি, দক্ষিণ ডিহি, ফুলতলা

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এর জন্ম স্থান, পাইকগাছা থানা

রূপসা সেতু

ধর্ম সভা আর্য মন্দির

শহীদ হাদিস পার্ক ভাষাস্মৃতি শহীদ মিনার

গল্লামারি বধ্যভূমি শহীদস্মৃতি সৌধ

জাতিসংঘ শিশুপার্ক, শান্তিধাম মোড়